শিরোনাম :
২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে: শ্রীমঙ্গলে উপদেষ্টা ফরিদা আখতার বিজিবি’র অভিযানে ১কোটি ৪৫ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবতার আলোকে উজ্জীবিত হওয়া–ডা: শফিকুর রহমান সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক মনোনীত হওয়ায় মকসুদুল করিম নুহেলকে ফুলেল শুভেচ্ছা রমজানের পূর্বেই সিলেট মহানগরবাসী ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার জোর দাবী সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সিলেটের ১৯ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী চূড়ান্ত ‘অপারেশন ডেভিল হান্ট’সারা দেশে শুরু রাষ্ট্রকাঠামোর ৩১ দফা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে; আসাদুজ্জামান আহমেদ সিলেট ৭নং ওয়র্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নির্মূলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে-বিদেশে অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী সচেষ্ট: সেনাপ্রধান

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আগের চেয়ে সেনাবাহিনীর সক্ষমতা বেড়েছে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশে-বিদেশে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সুনামের সাথে পালনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট আছে। বুধবার চট্টগ্রাম সেনানিবাসে ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম সেনানিবাসের ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেড গ্রাউন্ডে ১৬তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান। সেসময় তাকে সামরিক রীতি অনুযায়ী গার্ড অব অনার প্রদান করা হয়। পরিয়ে দেয়া হয় কর্নেল র‌্যাংক ব্যাজ।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত সকলের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, এই রেজিমেন্টের বীর সেনানিরাই ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সম্মুখ সমরে অংশগ্রহণ করে দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও একনিষ্ঠ উদ্যোগের ফলশ্রুতিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যুক্ত হয়েছে আরও ১০টি ব্যাটালিয়ন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তারই দিক নির্দেশনায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সুসজ্জিত করা হয়েছে যুগোপযুগী ও সর্বাধুনিক প্রযুক্তির এপিসি, যানবাহন, মিজাইল, ভারী অস্ত্র, গ্রাউন্ড সার্ভেইলেন্স রাডার, মডার্ন ইনফ্যান্ট্রি গ্যাজেট ও অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম। পরে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর শহীদদের স্মরণে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে অবস্থিত ‘অজানা শহীদ সমাধি’ এ পুস্পস্তবক অর্পন করেন।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এবং এই রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এই রেজিমেন্টের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং রেজিমেন্টের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain