শিরোনাম :
সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা শুরু করল ফয়সল আহমদ সাগর কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা, সিসিক মেয়র ও কাউন্সিলরদের নিন্দা কাউন্সিলর আজাদুর রহমানের বাসায় হামলা : দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮,৯ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যাগে দোয়া মাহফিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক আন্তর্জাতিক নির্যাতন বিরোদী দিবস উপলক্ষে বিএমবিএফ এর আলোচনা সভা সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ সিলেটে বন্যার পানি নামছে ধীরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ছাত্রদলের দোয়া মাহফিল

গোয়াইনঘাটে আইএফআইসি ব্যাংক’র উপ-শাখার উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৫৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সীমান্ত জনপদ সিলেটের গোয়াইনঘাটে ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড এর উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিকে প্রবৃদ্ধিকে তরান্বিত করতে ১১ নভেম্বর বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা সদরস্থ সবজি বাজারে হাজী আজির উদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক’র এই উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক কাইউম চৌধুরী। স্বাগত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে ১৯৭৬ সালে ব্যাংকটি গঠিত হয়। শুরু থেকেই গ্রাহকদের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেবা নিশ্চিতকল্পে ব্যাংকটি কাজ করে আসছে। যা একপর্যায়ে উন্নত ও আন্তরিক গ্রাহক সেবার মাধ্যমে আইএফআইসি ব্যাংক দেশের আপামর জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একই সঙ্গে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ সুবিধা প্রদানসহ সরকার ঘোষিত প্রণোদনা ও অগ্রাধিকার খাতে বিনিয়োগের কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক।
অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে আয়কর ও পাসপোর্ট ফি, সরকারি রাজস্ব আইএফআইসি ব্যাংকের সকল শাখা ও উপ-শাখায় সহজেই পরিশোধ করা যাচ্ছে।অপরদিকে মানুষের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের জন্য আইএফআইসি ব্যাংক প্রয়োজন ভিত্তিক বিনিয়োগ করছে।
আইএফআইসি ব্যাংক গোয়াইনঘাট শাখার মাধ্যমে এ অঞ্চলের ব্যবসার প্রসার ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করাসহ ইন্টারনেট ব্যাংকিং, সেলফোন অ্যাপ ও অন্যান্য প্রযুক্তি সমৃদ্ধ সেবা ছড়িয়ে দিতে আইএফআইসি ব্যাংক বদ্ধপরিকর বলে তিনি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল বলেন, গ্রামীণ অর্থনীতির অগ্রযাত্রায় এই জনপদের আপামর জনসাধারণের ভাগ্যোন্নয়নে এ ব্যাংকটির উপ-শাখা স্থাপনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একটি আধুনিক ব্যাংকের সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ এ ব্যাংকিং সুবিধার আওতায় এসে ব্যবসা-বাণিজ্যসহ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, আইএফআইসি গোয়াইনঘাট উপ-শাখার ইনচার্জ মো. জুবায়ের আহমদ, স্টেশন রোড সিলেট উপ-শাখার ইনচার্জ আতিকুজ্জামান, টিএসও নিহার রঞ্জন দাস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain