অনুসন্ধান নিউজ :: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সিলেট বিভাগের চার জেলার ৪৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে অনুষ্ঠিত হয় টানা ভোটগ্রহণ।
এর মধ্যে সিলেটের সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. হিরন মিয়া বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন মোট ৮ হাজার ৭৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলু মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৩৫ ভোট।