অনুসন্ধান নিউজ :: বিএনপির অন্যতম সহযোগী সংগঠন সিলেট স্বেচ্ছাসেবক দলের দুই শীর্ষ নেতা শতাধিক নেতাকর্মীদের নিয়ে গন অধিকার পরিষদ সিলেট জেলায় যোগদান করেছেন ।
গতকাল ১১ নভেম্ব বিকেলে সিলেট নগরীর দরগাহ গেইট সোলেমান হলে দুই শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে গন অধিকার পরিষদ সিলেট জেলায় যোগদান করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আবু আহমেদ আনসারি।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন গন অধিকার পরিষদ সিলেট জেলার আহবায়ক নাঈম লস্কর এসময় তিনি বলেন, ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি মন্ত্রী, সুবিধাবাদী আমলারা জড়িত। ব্যাঙের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। লুটপাটের জন্য একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ দেওয়া হয়েছে। জনগণ টের পাচ্ছে না, সরকার ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে।দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সড়কে মৃত্যুর মিছিল, ব্যাংকিং খাতের লুটপাটসহ চলমান নৈরাজ্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ সিলেট জেলা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ । তিনি উপস্থিত নেতাকর্মীদের একতাবদ্ধ থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখার জন্য সকল আহবান জানান।