খেলাধুলার মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে ধরে রাখতে হবে গোয়াইনঘাটে-এসপি ফরিদ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) বলেছেন, আগে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে দেশীয় সংস্কৃতির খেলাধুলা হতো। সেই খেলা গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা আমাদের আগের সংস্কৃতিতে ফিরে যেতে চাই। যেখানে আমাদের দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে । আমরা সংস্কৃতির আগ্রাসনে আছি, কিন্তু দেশীয় সংস্কৃতি আমাদের মাঝ থেকে প্রায় বিলুপ্তের পথে। আজকে আমরা বিভিন্ন বিদেশি সংস্কৃতিতে আকৃষ্ট হচ্ছি। অথচ বাঙালির নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে যা অনেক বেশি সমৃদ্ধ।
তিনি আরও বলেন, খেলাধুলার আয়োজন একটি এলাকার ভ্রাতত্বের বন্ধন তৈরী করে। মানুষের মধ্যে হানাহানি, বিভেদ, বিরোধ কমিয়ে দেয়। মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ায়। মানুষের মধ্যে ঐক্য বাড়ায়।
সমাজকে যারা সুন্দর পথে পরিচালনা করেন তারা সাধারণত এরকম সুন্দর আয়োজন করে থাকেন। আজকে যারা এতো সুন্দর আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাই।
তিনি আজ শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে জাফলংয়ের হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন আন্তঃব্যাচ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে ও
আজির উদ্দিন সরকার এবং জিয়াউল খান জিয়ারতের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইচার্জ (ওসি) রতন শেখ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার আহ্বায়ক ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সামসুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দছ আলী, তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন ছেদু, বিশিষ্ট ব্যাসায়ী আব্দুর রহিম খান, জাকির হোসেন খান, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন সরকার, গোয়াইনঘাট প্রেসক্লাব এর সহসভাপতি ইমরান হোসেন সুমন,
পূর্ব জাফলং ইউপি সদস্য আবুল হাসনাত, আতাউর রহমান আতাই, আব্দুল কাদির, মিতালী যুব সংঘের সভাপতি জাহিদ খান প্রমুখ।
খেলায় ২০১৮ ব্যাচ বনাম ২০০৩, ৪ ও ৫ ব্যাচ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময় শেষে ২০০৩, ৪ ও ৫ ব্যাচকে ০-২ গোলে হারিয়ে ২০১৮ ব্যাচ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain