শিরোনাম :
হবিগঞ্জে মাকে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে ২০ বছর পর সিলেটে গ্রেপ্তার খন্দকার মুক্তাদিরকে পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সিলেটে আনন্দ মিছিল শেখ হাসিনার মৃত্যুদণ্ড আটাব সিলেট জোনের সাধারণ সদস্যবৃন্দের মতবিনিময় সিলেটে বিপ্লবী সাহিত্য পরিষদের আদি নববর্ষ উদযাপন সিলেটে মধ্যরাতে পাঠানটুলায় গ্যারেজে আগুন, ১২ টি গাড়ি পুড়ে ছাই আওয়ামী সন্ত্রাসীদের ষড়যন্ত্রে প্রতিবাদ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ৩১ দফা ও খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ১৩নং ওয়ার্ড যুবদলের প্রচারপত্র বিলি গণসংযোগ, সনাতনী সম্প্রদায় ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

খালেদা জিয়ার চিকিৎসা উপমহাদেশেও সম্ভব নয়: ড্যাব

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উপস্থাপন, বিদেশে সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংস্থাটির সভাপতি হারুন আল রশিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রশিক্ষিত চিকিৎসক দল ও সরঞ্জাম প্রয়োজন। সে জন্য চিকিৎসক এনে তাঁর চিকিৎসা করা সম্ভব নয়। তারা বিদেশ থেকে চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা করার কথা কালক্ষেপণ ও সরকারের অবস্থানকে সমর্থন করার জন্য বলছে।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার যে অসুস্থতা, তাঁর যে রক্তক্ষরণ হচ্ছে, কয়েকবার রক্তক্ষরণ হয়েছে। এটা এমন একপর্যায়ে আছে, এখানে কালক্ষেপণ করার সুযোগ নেই। তাঁর চিকিৎসা পুরোটাই একটা টিম ওয়ার্ক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির জায়গায় জায়গায় এই চিকিৎসা হয় না, দু-একটা সেন্টারে হয়। এটা টোটাল একটা টিম ওয়ার্ক। যদি চিকিৎসক আনা হয়, তিনি বলবেন, আমি তো একা পারব না। ওই টিমে যে নার্স, ওয়ার্ডবয়, যন্ত্রপাতি—প্রত্যেকেই ইকুইপড (প্রশিক্ষিত)। একজনের ভুলে পুরো জিনিস পণ্ড হয়ে যেতে পারে। সে জন্য যারা বলছে যে বিদেশ থেকে চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা করানোর যেতে পারে, এটা কালক্ষেপণ এবং সরকারের অবস্থানকে সমর্থন করা। সরকার যেহেতু বিদেশে যেতে দিতে চাইছে না, সে জন্য তাকে ব্যাকআপ দেওয়া।’
ড্যাব সভাপতি বলেন, খালেদা জিয়ার নিয়োজিত চিকিৎসক প্যানেলের সদস্যরা দেশের প্রথিতযশা যত চিকিৎসক আছেন, তাঁদের মধ্যে স্বনামধন্য।
তাঁরা সংবাদ সম্মেলন করে বলেছেন, তাঁর বাংলাদেশে চিকিৎসা এ মুহূর্তে সম্ভব নয়। এমনকি উপমহাদেশেও সম্ভব নয়। এর বিপক্ষে সরকারের অবস্থান যা, ঠিক তারই পুনরাবৃত্তি ঘটিয়েছে বিএমএ। তারা খালেদা জিয়ার চিকিৎসার মৌলিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain