শিরোনাম :
আগামী শনিবার নগরের অনেক এলাকায় বিদ্যুৎ থাকবে না সীমান্তে প্রায় অর্ধ কোটি টাকার চোরাচালান আটক বিজিবি নিম্ন আয়ের মানুষের মধ্যে সেইভ বাংলাদেশ মুভমেন্ট ইউএসএ’র শীতবস্ত্র বিতরণ সিলেট ব্যাডমিন্টন একাডেমির নতুন জার্সি উন্মোচন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক স্পোর্টস ও কালচারাল উইক ২০২৫ উদ্বোধন অসুস্থ সাংবাদিক আফতাবের শয্যাপাশে কয়েস লোদী সিলেটে আর্য্যশ্রাবক বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ফসলী জমি, মৎস্য ও পরিবেশ রক্ষার দাবীতে কৃষক এবং মৎস্যজীবিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সার্বিক পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনার ও ডিআইজির সাথে সেলিমের মতবিনিময় সিলেট সদরের ৭ ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন’র কার্যক্রম পরিধি

সিলেট থেকে ছেড়ে যাওয়া চলতে ট্রেনএর বগির হঠাৎ দুই ভাগ!

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট রেলস্টেশন থেকে সোমবার বেলা সোয়া ১১টার দিকে ১৫টি বগি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে আন্তনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস। বেলা ৩টা ৪০ মিনিটে পথে হবিগঞ্জে মনতলা স্টেশনে যাত্রাবিরতি করে ট্রেনটি।

বিরতি শেষে ৩টা ৪২ মিনিটে আবার যাত্রা শুরু করে এবং স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই ট্রেনের মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি পেছনে ৫টি বগি ও সামনে ১০টি বগি নিয়ে দুই ভাগ হয়ে যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি কাড়েন। পরে প্রথম অংশের চালক ট্রেনটি থামান।

এ ঘটনায় যাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ট্রেনটির বিচ্ছিন্ন বগি যুক্ত করা সম্ভব হয়নি।

ট্রেনের যাত্রী সফিকুল আলম বলেন, আমরা প্রথমে আঁচ করতে পারিনি। পরে দেখি আশপাশের লোকজন চিৎকার করছেন। জানালা দিয়ে দেখি কিছু বগি নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে। পরে বুঝতে পারি ট্রেনটি জয়েন্ট খুলে বিভক্ত হয়ে গেছে। ভাগ্য ভালো স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে। নইলে বড় সমস্যায় পড়তাম।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. জাহিদ হোসেন বলেন, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন মনতলা স্টেশনে যাত্রাবিরতির পর চলতে শুরু করলে হঠাৎ ১১ নম্বর বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

এ ব্যাপারে তারা আখাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আসার পর এই সমস্যার সমাধান হবে।

‘তবে জয়ন্তিকার এই সমস্যার কারণে ঢাকা-সিলেট রেলপথে আর কোনো ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। স্টেশনের কাছে হওয়ার কারণে বিকল্প প্ল্যাটফর্মে ট্রেনগুলো চলাচল অব্যাহত আছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain