শিরোনাম :
সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা শুরু করল ফয়সল আহমদ সাগর কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা, সিসিক মেয়র ও কাউন্সিলরদের নিন্দা কাউন্সিলর আজাদুর রহমানের বাসায় হামলা : দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮,৯ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যাগে দোয়া মাহফিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক আন্তর্জাতিক নির্যাতন বিরোদী দিবস উপলক্ষে বিএমবিএফ এর আলোচনা সভা সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ সিলেটে বন্যার পানি নামছে ধীরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ছাত্রদলের দোয়া মাহফিল

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পূর্বঘোষণা অনুযায়ী দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে দুর্নীতি বিরোধী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল-শোভাযাত্রা সহকারে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর চৌহাট্টস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হন।
পরে দুর্নীতি বিরোধী এক বিরাট বর্ণাঢ্য র‌্যালি নগরীর রাজপথ প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এসে দুর্নীতি বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি চলাকালে নেতাকর্মীরা দুর্নীতি বিরোধী শ্লোগান দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় ঋণ খেলাফীদের হাজতে ভর, জনগণের কোটি কোটি টাকা উদ্ধার কর, অর্থ প্রচারকারীদের সনাক্ত কর, বিচার কর, দুর্নীতি ও নেরাজ্য বন্ধে অবিলম্বে ন্যায়পাল কার্যক্রম চালু কর, শেয়ার বাজার কেলেংকারীর নায়কদের বিচার চাই, ফাঁসি চাই, শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদ-ের বিধান কর, করতে হবে, সরকারি কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল কর, করতে হবে, উপজেলা চেয়ারম্যানদের উপর এমপিদের খবরদারি চলবে না, চলবে না, ই-কমার্সের নামে লুটেরাদের গ্রেফতার কর, বিচার কর, জনগণের কোটি কোটি টাকা উদ্ধার কর, ব্যাংক শীর্ষ ডাক আব্দুল হাই বাচ্চুকে গ্রেফতার কর, বিচার কর, কেসিনো কা-ের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই শ্লোগানগুলো ব্যানার ফেস্টুনের শোভা পায়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নাছির উদ্দিন এডভোকেট সভাপতির বক্তব্যে বলেন, দুর্বৃত্ত ও ধনীদের স্বর্গরাজ্যের জন্য এদেশের আজাদী প্রিয় জনতা স্বাধীনতা সংগ্রাম করেনি। সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেছেন, বিদেশে কারা টাকা পাচার করেন, তা তিনি জানেন না। অথচ বাংলাদেশের ইন্টিলিজেন একটি সংস্থা এই অর্থ পাচারকারীদের তালিকা গণমাধ্যমে এসেছে। এদেশের শ্রমিকরা এক সময় কাজের জন্য কলিকাতা, করাচি যেত আর এখন বলিবিয়ার জঙ্গলে ও সৌদী আরবের মরু ভূমিতে আমাদের শ্রমিকরা কাজ করছে, যা অত্যান্ত দুঃখজনক। তিনি ব্যাংকের প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত বুয়েটের শিক্ষক নিখিল রঞ্জন, ইকর্মাসের নামে অরেঞ্জ ও এহসান গ্রুপ, রাজারবাগের পীর দীলুর অবৈধ সম্পদের অভিযোগ সহ সকল শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দেশবাসী ডাইরেক্ট এ্যাকশন দেখতে চায়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রধান বক্তার বক্তব্যে জননেতা মকসুদ হোসেন বলেন, লাখো শহীদের রক্তে কেনা এই স্বাধীন ভূখন্ডকে অক্টোপাসের মত দুর্নীতিবাজরা গিলে ফেলেছে। রাজপথে এদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলনের বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স শক্তিশালী করার লক্ষ্যে দুর্নীতিবাজদের কাছ থেকে অর্থ উদ্ধারে লক্ষ্যে দ্রুত দুদক আইন সংশোধন ও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ২৯ ডিসেম্বর-২০২১ তারিখের সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমা দেশবাসী দেখতে চাই।
দুর্নীতি বিরোধী একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ বেতর ও টেলিভিশনের গীতিকার মরমী কবি আব্দুল আজিজ চৌধুরী।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুনিয়া আখেরাত পার্টির চেয়ারম্যান ডাঃ মখলিছুর রহমান, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল করিম পাখি মিয়া, জেলা জাসদ (ইনু) নেতা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, রংপুর বিভাগীয় সমন্বয়কারী আব্দুল হাফিজ, গণদাবীর কেন্দ্রীয় নেতা ডাঃ হাবিবুর রহমান, ফোরামের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক শ্রমিক নেতা এম বরকত আলী, কেন্দ্রীয় সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমীদ, সরোজ ভট্টাচার্য্য, মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান, দাবা ফেডারেশন নেতা এস. আলম, আদনান খান হেলাল ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক ইমাম হোসেন, যুগ্ম আহবায়ক নিয়াজ কুদ্দুস খান, সদস্য সচিব মাহবুব ইকবাল মুন্না, সৈয়দ নুর আহমদ জুনেদ, নুরুল ইসলাম জিতু, অপু দাশ, সবুজ বাংলা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জাবেদুল ইসলাম দিদার, সন্তুষ দেব, আজহার আহমদ, যুবনেতা জাহিদুল হোসেন, আলীমান আখন্দ, ইয়াসিন বিন খায়ের, আদনান ছামী ফাহিম, সাহান ইসলাম রাফি, শ্রমিক নেতা পিয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শোয়েব চৌধুরী প্রমুখ। পরে দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain