অনুসন্ধান নিউজ :: বছরের প্রথম দিনে সিলেট নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে বেলুন উড্ডয়ন এর মাধ্যমে বই বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। পরে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিছ আক্তারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রীতা রানী তালুকদারের পরিচালনায় বই বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সত্যজিত রায় দাস, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়জীদ খান, সিলেট পিটিআই এর ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট দীপংকুর মোহন্ত, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ের শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল তালুকদার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম, এসএমসি সহ সভাপতি কানু পাল। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক বিপ্লব মোদক, তৃপ্তি রানী দাস, শিপ্রা রানী দাস, লাকী রানী দে, মৌসুমী মহারত্ন, রীতা রানী তালুকদার, স্বর্ণালী দাস, বিভা মুজমদার, সুদিপ্তা দত্ত চৌধুরী। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি