শিরোনাম :
বহুত হয়েছে, আর ষড়যন্ত্র বরদাশত করব না: হাদীর জানাযা শেষে-সিলেটের ডিসি ওসমান হাদি বাংলাদেশিদের বুকের ভেতর আছেন : প্রধান উপদেষ্টা লাখো মানুষের অংশগ্রহণে বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এমরান চৌধুরীর পরামর্শে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুআ-প্রার্থনা দেশে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মরদেহ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক হাদির মাগফেরাত কামনায় সিলেটে জামায়াতের দোয়া মাহফিল সিলেটে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ-স্মরণ মহোৎসব পালিত সিটি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মঙ্গলবার (১১ জানুয়ারি) দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা বৈঠকে বসছেন বলে জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, করোনার প্রভাবে ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কারণে ফল প্রকাশের জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা মঙ্গলবার বৈঠকে বসছেন।

 

ফল প্রকাশের প্রস্তুতির বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সংবাদমাধ্যমকে জানান, ৩০ দিনের মধ্যে যাতে ফল প্রকাশ করা যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা যাবে। তবে এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ছয়টি। তাই কিছুটা সময় বেশিও লাগতে পারে।
গত ৩০ ডিসেম্বর শেষ হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। ২০২১ শিক্ষাবর্ষে ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা দিয়েছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain