শিরোনাম :
সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা শুরু করল ফয়সল আহমদ সাগর কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা, সিসিক মেয়র ও কাউন্সিলরদের নিন্দা কাউন্সিলর আজাদুর রহমানের বাসায় হামলা : দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮,৯ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যাগে দোয়া মাহফিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক আন্তর্জাতিক নির্যাতন বিরোদী দিবস উপলক্ষে বিএমবিএফ এর আলোচনা সভা সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ সিলেটে বন্যার পানি নামছে ধীরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ছাত্রদলের দোয়া মাহফিল

করোনা : সিলেটে কমে আবারও বাড়লো মৃত্যু, ২৪ ঘণ্টায় দুজন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে কমে এসেছিলো মহামারি করোনায় মৃত্যুর হার। তবে আবার হঠাৎ করে বেড়ে গেছে তা। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ বিভাগে মারা গেছেন দুজন করোনা রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র তথ্যটি জানিয়েছে।

সূত্র জানায়, মৃত দুজন সিলেট জেলার বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় এ দুজন মারা যান। তাদের নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১১২৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৯১১, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১২১ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র আর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২৫ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এর মধ্যে সিলেট জেলায় ৮ ও মৌলভীবাজারে ৪ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ১৩ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব।

এই ২৫ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৬ হাজার ৬১০।

এই ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে ওঠেছেন ৭২ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫৩ হাজার ৫৫৪ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটের কোনো হাসপাতালে কোনো করোনা রোগী ভর্তি হননি। তবে বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ৪৯ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৮ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain