শিরোনাম :
সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা শুরু করল ফয়সল আহমদ সাগর কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা, সিসিক মেয়র ও কাউন্সিলরদের নিন্দা কাউন্সিলর আজাদুর রহমানের বাসায় হামলা : দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮,৯ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যাগে দোয়া মাহফিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক আন্তর্জাতিক নির্যাতন বিরোদী দিবস উপলক্ষে বিএমবিএফ এর আলোচনা সভা সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ সিলেটে বন্যার পানি নামছে ধীরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ছাত্রদলের দোয়া মাহফিল

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ সরকার-ডা: সাখাওয়াত হাসান জীবন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন বলেছেন, দ্রব্যমূল্যের সীমাহিন উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। মানুষ ঠিকমতো দু বেলা পেট ভরে ভাত খেতে পারছেনা। টিসিবির পণ্য পেতে এখন গরীবের চেয়ে মধ্যবিত্তদের সারি ক্রমশ দীর্ঘ হচ্ছে। কিন্তু সেদিকে সরকারের কোন দৃষ্টি নেই। কারণ তারা জনগনের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। দ্রব্যমূল্যের কারণে মানুষের জীবন জীবিকা যখন কঠিন। সেই সময়ে সরকার তাদের নির্বাচনী বৈতরণী পার হতে আজ্ঞাবহ লোক দিয়ে দলদাস নির্বাচন কমিশন গঠনে ব্যস্ত রয়েছে। কিন্তু দেশে ফ্যাসিবাদী সরকারের আর কোন পাতানো নির্বাচনের খায়েস পূরণ হতে দেয়া হবেনা।
তিনি বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, দ্রব্যমূল্যের সীমাহিন উর্ধ্বগতির প্রতিবাদে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেকের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সূচীত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শহীদুল্লাহ তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মামুনুর রশীদ মামুন, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা পলিনা রহমান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম ও জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, সাবেক দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, সাবেক আইন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাবেক স্বাস্থ্য সম্পাদক আ ফ ম কামাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, গোয়াইনঘাট উপজেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন আহমদ, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন প্রমূখ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain