শিরোনাম :
তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষ্যে কৃষকদলের উদ্যোগে ৭নং ওয়ার্ডে স্বাগত মিছিল ও গনসংযোগ ২২ জানুয়ারি তারেক রহমানের জনসভা সফল করার আহবান খন্দকার মুক্তাদিরের আজ পবিত্র লাইলাতুল মেরাজ বা শবেমেরাজ বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব এর অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার ওসমানীনগরে ডা: এখলাছুর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ভারতীয় সহকারী কমিশনারের সাথে প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়ের সাক্ষাৎ সিলেটে প্রায় ২০ বছর পর আবার নিজের শ্বশুড় বাড়ির এলাকায় আসছেন তারেক রহমান সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন ১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল

বরগুনায় পিকআপ চাপায় মা-ছেলে নিহত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পিকআপ ভ্যানের চাপায় মা ও ছেলে নিহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তার ছেলে মো. রাকিব (১৬)।

জানা গেছে, আজ সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে হেঁটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিল। এ সময় মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পৌছলে একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় ভ্যানটি মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ সময় ঘটনাস্থলে পিকআপ রেখে পালিয়ে যায় চালক ও হেলপার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মা ও ছেলের লাশ উদ্ধার করে আমতলী ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো থানায় নিয়ে যায় এবং পিকআপটিকে জব্দ করে পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, ‘একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় পিকআপের চাপায় মা ও ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা রেকর্ডের প্রক্রিয়াধীন রয়েছে।’

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain