অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহেরের বাসায় পুলিশী হয়রানির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির খান ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবৈধ বাকশালী সরকার শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে জুলুম ও নিপীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের সহ বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী নেতাকর্মীদের বাসা বাড়িতে কোনো ওয়ারেন্ট ছাড়াই পরিবারের উপর পুলিশি হয়রানি চালানো হচ্ছে যা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্র বন্ধ করে অবিলম্বে দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের বাসাবাড়িতে পুলিশি তল্লাশির নামে হয়রানি বন্ধের জোর আহবান জানান।