শিরোনাম :
সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা শুরু করল ফয়সল আহমদ সাগর কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা, সিসিক মেয়র ও কাউন্সিলরদের নিন্দা কাউন্সিলর আজাদুর রহমানের বাসায় হামলা : দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮,৯ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যাগে দোয়া মাহফিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক আন্তর্জাতিক নির্যাতন বিরোদী দিবস উপলক্ষে বিএমবিএফ এর আলোচনা সভা সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ সিলেটে বন্যার পানি নামছে ধীরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ছাত্রদলের দোয়া মাহফিল

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, এই সরকারের কাছে আর কোনো আবেদন নিবেদন নয়, একমাত্র আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বর্তমান সরকারকে ‘নিশি রাতের’ সরকার উল্লেখ করে মোমিন বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেয়া হচ্ছে না, তাই আর কোনো দাবি নয়, আবেদন-নিবেদন নয়, আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারে পতন ঘটিয়ে, নতুন সুর্য, নতুন সকাল দেখবো ইনশাআল্লাহ।’
তিনি গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতাকমীর উদ্দেশ্য বলেন, আগামী ১০ দিনের মধ্যে সকল ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট জমা দেওয়ার আহ্বান জানান।
গতকাল শনিবার (২৬) মার্চ বিকাল ৪টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারস্থ তৈয়্যবা কমিউিনিটি সেন্টারে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে দ্রুত সু-চিকিৎসা নিশ্চিত করণে ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছিত এবং রাজু আহমদ এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক টিম প্রধান ময়নুল ইসলাম মঞ্জু, সিলেট জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েস আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, আব্দুল আজিজ মুন্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, নিয়ামুল কাদির লিপন, এম.এ কাদির, লুৎফুর রহমান, আশরাফুল মুবিন মাহফুজ, রাজু আহমদ, আবুল কালাম খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আহমদ, তমজিদ আলী, জুবেল আহমদ, কামাল আহমদ, সদস্যবৃন্দের বেলাল আহমদ, মুজিবুর রহমান, লায়েক আহমদ, শাহিন আহমদ, তানহার আহমদ লায়েক, দিলু আহমদ দিলু, জাহাঙ্গীর আহমদ, ফখরুল ইসলাম, শরীফ আহমদ, আবুল কালাম খোকন, আহাদ আহমদ, আব্দুল্লাহ, মাসুদ আহমদ, মিজানুর রহমান, লায়েক আহমদ, আশরাফুল হক আলতা, লায়েছ আহমদ, অনিক আহমদ সেবুল প্রমুখ। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain