অনুসন্ধান নিউজ :: পবিত্র মাহে রমজানের প্রথম দিনে নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে প্রবাসী মোছা: রাবেয়া বেগম রাবনা, আওলাদ হোসেন, হ্যাপি উদ্দিন, কামরুন্নাহার পলি, শফিকুর রহমান সেপু, মুহিবুর রহমান শিপলু, তাহবির আহমেদ দিপু এর সার্বিক সহযোগিতায় পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়। ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ক্লাব সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাউন্ট এডোরা হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা জুয়েল আহমদ, ৩৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাংবাদিক বদরুর রহমান বাবর, যাদু শিল্পি বেলাল উদ্দিন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, সহ সভাপতি নাজিম উদ্দিন, আজিজুল হাকিম রাজু, নয়াসড়ক সামাজিক কল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান তাহা, শাহিন আহমদ, মিনহাজুর রহমান রাহি।