মিসেস জুমানা আক্তার সাগর :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা আজ সোমবার (৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। শুক্রবার ও সরকারী ছুটি ব্যতীত ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা সারাদেশে একযোগে চলবে। সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় সারাদেশের মোট ১ হাজার ৮৭৯টি কলেজের ৭১১টি কেন্দ্রে প্রায় ২ লাখ শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সিলেট সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে।