শিরোনাম :
শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে: আভা রাণী দেব সিলেট গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বন্ধুমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে সিলেটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত সিলেট উইমেন চেম্বারের দুই দিনব্যাপী পিঠা উৎসব সমাপ্ত সিলেট মহানগর ২৬নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জামায়াত শহীদ জিয়ার জীবনাদর্শ আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : আরিফুল হক চৌধুরী মিথ্যাবাদীকে আল্লাহ ঘৃণা করেন-জালালিয়ায় মাহফিলে মাও: আরিফ বিল্লা সিদ্দিকী নবগঠিত জিসাস জেলা ও মহানগরের আহবায়ক কমিটির আনন্দ মিছিল সিলেট সীমান্তে ২ কোটি ৮১ লক্ষাধিক টাকার চোরাচালান আটক করেছে বিজিবি ভাবী খুন: ৯ ঘন্টার মধ্যে দেবর আটক

হাওর এলাকার কৃষকদের মধ্যে শঙ্কা বাড়ছে-বন্যার শঙ্কা নেই

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: উজানের পানির চাপে সুনামগঞ্জের তাহিরপুরের নজরখালী বাঁধ ভেঙে শনিবার সকাল থেকে পানি ঢুকতে শুরু করেছে টাঙ্গুয়ার হাওরে। ফাটল দেখা দিয়েছে আরও কয়েকটি ফসল রক্ষা বাঁধে। এসব কারণে হাওর এলাকার কৃষকদের মধ্যে শঙ্কা বাড়ছে। তবে এখনই বন্যার কোনো শঙ্কা নেই বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবার উজানে ভারি বৃষ্টিপাত হলে যে পরিস্থিতি পাল্টে যেতে পারে সে বিষয়টিও উল্লেখ করেছে অধিদপ্তর।

হাওর অধ্যুষিত সুনামগঞ্জের একমাত্র ফসল বোরো ধান। কারণ এ জেলার ছোট-বড় ৯২টি হাওর বছরের বেশিরভাগ সময়ই পানির নিচে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী, এ বছর সুনামগঞ্জে ২ লাখ ২২ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

সিলেট অঞ্চলে মার্চ থেকে বৃষ্টিপাত শুরু হয়। সিলেটের উজানে ভারতের মেঘালয়ের পাহাড়ে বৃষ্টি হয় বেশি। সে সময় পাহাড় থেকে ঢল এসে নামে হাওর এলাকায়। এতে মার্চ এপ্রিলে দেখা দেয় আগাম বন্যা। প্রতি বছরই আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় হাওরে নির্মাণ করা হয় বাঁধ।

ফসল রক্ষা বাঁধ নির্মাণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। বোর্ড আগে ঠিকাদারদের মাধ্যমে বাঁধের নির্মাণ করতো। তবে ২০১৭ সালের ফসলহানির পর সমালোচনার মুখে এই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়।

২০১৮ সাল থেকে স্থানীয় উপকারভোগীদের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে বাঁধের কাজ করা হচ্ছে। প্রতিটি বাঁধের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক ও উপজেলা পাউবো কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠন করা হয় আলাদা আলাদা পিআইসি।

তবে নির্মাণকাজে পরিবর্তন আনা হলেও বন্ধ হয়নি অনিয়মের অভিযোগ। এ কারণে বাঁধের উপর আস্থা নেই কৃষকদের।

তাহিরপুরের মাটিয়াইন হাওরপাড়ের কৃষক আবিদ হোসেন বলেন, ‘বিভিন্ন বাঁধে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে বৃষ্টিও থামছে না। ফসল নিয়ে আমরা খুবই শঙ্কায় আছি।’

কৃষকরা রাত জেগে বাঁধ পাহারা দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘এবার ফসল তলিয়ে গেলে আমাদের না খেয়ে মরতে হবে।’

যা বলছে আবহাওয়া অধিদপ্তর

সুনামগঞ্জ জেলা প্রশাসনের সরবরাহ করা আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ও শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত সংলগ্ন ভারতীয় অংশে এবং ভারতের মেঘালয় প্রদেশের চেরাপুঞ্জিতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সুনামগঞ্জের সুরমা, ধোলাই ও অন্যান্য প্রধান নদ-নদীতে পানি সমতলে বেড়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানি সমতলে কমতে পারে।

রোববার সরবরাহ করা ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী ৪৮-৭২ ঘণ্টায় ফের ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে ফের বাড়তে পারে সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রধান নদ-নদীগুলোর পানি। কিছু পয়েন্টে তা বিপদসীমার কাছাকাছিও যেতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় আকস্মিক বন্যার ঝুঁকি নেই।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী রোববার বলেন, ‘সুনামগঞ্জে আজ ও কাল বৃষ্টি হলেও আগের চাইতে কম হবে। আশা করি এরপর থেকে আর বৃষ্টি থাকবে না। তবে উজানে এখন বৃষ্টিপাত কম থাকলেও তা বাড়ার আশঙ্কা রয়েছে।’

প্রশাসনের কী পদক্ষেপ

হাওরের পানি দেরিতে নামা, ইউপি নির্বাচনসহ নানা কারণে নির্ধরিত সময়ে বাঁধের কাজ শুরু করা যায়নি বলে জানিয়েছেন পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা।

তিনি বলেন, ‘এখন আর কোনো কাজ বাকি নেই। ঢলে কিছু বাঁধে ফাটল দেখা দিয়েছে। এগুলো আমরা মেরামত করে দিচ্ছি। কোনো পিআইসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলেও ব্যবস্থা নেয়া হবে।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাঁধের কাজ সব শেষ। তবে যে বাঁধগুলো ত্রুটিপূর্ণ এবং সংস্কারের প্রয়োজন সেগুলোর কাজ করা হচ্ছে। আমরা চাই না সুনামগঞ্জে আর একটি ফসলও নষ্ট হোক। সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain