শিরোনাম :
সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন-উপদেষ্টা আদিলুর রহমান খান সিলেটে কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি, স্ত্রীরাও বিত্তশালী শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শিতা অনুসারণ করে তারেক রহমানে নেতৃত্বে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির ইসলামী শিক্ষা ব্যবস্থায় বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: আরিফুল হক চৌধুরী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খাদিমনগর ইউনিয়নে দোয়া মাহফিলে- খন্দকার মুক্তাদির খালেদা জিয়া তাঁর সুসন্তানকে আমাদের অভিভাবক হিসেবে রেখে গেছেন-অ্যাড. এমরান আহমদ চৌধুরী এক বছরের পরিচয়, শেষ পরিণতি নির্মম হত্যা নিঃশব্দ ভালোবাসায় সিটি আদর্শ ফাউন্ডেশেনের শীত জয়ের গল্প ২২ জানুয়ারি আসছেন তারেক রহমান, সিলেট থেকেই প্রচারণা শুরু জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের অভিযান

শিশু রাহুল হত্যাকারী খুনি পূর্বতী দাসের ফাঁসি দাবী সিলেটে মাববন্ধেন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর কালীবাড়ী হাওলদারপাড়া এলাকার রুবেল দাসের ৩ স্ত্রী রুমা দাসের সাথে তুচ্ছ কারণে ঝগড়া হয় পূর্বতী দাসের। এ ঝগড়াকে কেন্দ্র করে রুমা দাসের তিন বছর বয়সী ছেলে শিশু রাহুলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন পূর্বতী দাস। শুধু তাই নয়; হত্যার পর লাশটি স্যুটকেসের ভেতর ঢুকিয়ে খাটের নিচে লুকিয়ে রাখেন তিনি। ৫০ঘন্টা পর লাশের পচা গন্ধ বের হয়। এরপর সোমবার ভোররাতে সুযোগ বুঝে লাশটি বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে আসেন ঘাতক পূর্বতী। এই ঘটনায় ৩ বছরের শিশু রাহুল দাসকে হত্যার খুনি পূর্বতী দাসের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। আজ বুধবার, ২০ এপ্রিল বিকেল ৩ টায় নগরীর মদিনা মার্কেট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাবববন্ধেনে উপস্থিত বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ চন্দ্র দাস, বলাই দত্ত , সুদীদ দেব, সাব্বির খান, লিটন পাল, নারায়ন ঘোষ, স্বপন বর্মন, দিরেশ দাস, সুজেল আহমদ তালুকদার, মিঠু মোহন দে, ফরহাদ আহমদ জীবন, শিমুল পাল, ফয়সাল কাদীর ফাওয়েল, কাদির খান, হিমেল দাস রিকি,নয়ন পাল, তৌহিদ আহমদ কুদ্দুস, আরিফ আহমেদ, রুবেল তালুকদার, কন্টু দাস, ওলীউে রহমান, নিলয় পাল, সঞ্জিত পালসহ এলাকার নারী-পুরুষ এবং শিশুসহ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস বলেন, শিশু রাহুল হত্যাকারী খুনি পূর্বতী দাসের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি হোক, যেন আর কেউ এ ধরণের ঘটনা ঘটানোর সাহস না পায়। অবিলম্বে শিশু রাহুল দাসের হত্যাকারী খুনির ফাসি ও জালালাবাদ থানা পুলিশ দ্রুত তদন্ত করে আদালতে চার্জশিট দেওয়ার দাবি জানান তিনি ।

উল্লেখ্য গত শনিবার দুপুর ১টায় রাহুলকে শ্বাসরোধে হত্যা করে স্যুটকেসের মধ্যে ভরে খাটের নিচে রেখে দেন ঘাতক দুরবতি দাস। পরে লাশটি পচে দুর্গন্ধ বের হলে সোমবার ভোরে লাশটি কলোনির পার্শবর্তী বাঁশঝাড়ের মধ্যে রেখে আসেন তিনি। সকাল ৯টার দিকে এক প্রতিবেশী বাঁশঝাড়ে বাচ্চাটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহুলের লাশ উদ্ধার করা হয়। ঐদিন পূর্বতী দাসকে পুলিশ আটক করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain