শিরোনাম :
সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা শুরু করল ফয়সল আহমদ সাগর কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা, সিসিক মেয়র ও কাউন্সিলরদের নিন্দা কাউন্সিলর আজাদুর রহমানের বাসায় হামলা : দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮,৯ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যাগে দোয়া মাহফিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক আন্তর্জাতিক নির্যাতন বিরোদী দিবস উপলক্ষে বিএমবিএফ এর আলোচনা সভা সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ সিলেটে বন্যার পানি নামছে ধীরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ছাত্রদলের দোয়া মাহফিল

ঈদে সিলেট নগরের যানজট নিরসনে ৮ নির্দেশনা-ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরীর দোকান-পাট, শপিং মল বিপনী বিতানে আগত ক্রেতা বিক্রেতাদের যাতায়াত নির্বিঘ্ন করতে যানজট নিরসনে সমন্বিত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ঈদ উপলক্ষে বিশেষ এই পদক্ষেপ বাস্তবায়নে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মহানগর পুলিশ এবং সিলেটের সকল পরিবহন মালিক-শ্রমিক সংগঠন সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন।

গতকাল (১৯ এপ্রিল) নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের আহবানে ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত হিসেবে সমন্বিতভাবে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ বুধবার থেকে ধাপে ধাপে বাস্তবায়নে ঐকমত‍্য হয়েছেন সংশ্লিষ্টরা।

বৈঠকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ঈদের কেনাকাটায় ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের চলাচল নিরাপদ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সিসিক, এসএমপি এবং পরিবহন সংগঠনসংশ্লিষ্টরা মাঠে কাজ করলে যানজটমুক্ত পরিবেশে এবারের ঈদের কেনাকাটা করতে পারবেন সিলেট নগরবাসী। এজন্য সিসিক মেয়র বাণিজ্যক ও ব্যক্তিগত সকল পর্যায়ের পরিবহন শ্রমিক ও মালিকদের যত্রতত্র গাড়ি পার্কিং না করতে অনুরোধ জানান।

সিলেটে ঈদ বাজার নিরাপদ রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ নজরদারির আহবান জানান মেয়র।

বৈঠকে পরিবহন শ্রমিক, সিলেট সিটি কর্পোরেশন ও মহানগর পুলিশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, সিলেট মহানগর পুলিশের এডিসি এবিএম নায়হানুল বারী, পুলিশ পরির্দশক দেলোয়ার হোসেন খান, সিলেট জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাদ মিয়া, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. শাহাব উদ্দিন, সিলেট সদর উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জামাল খান, সাধারণ সম্পাদক আফরুজ মিয়া, পরিবহন শ্রমিক নেতা বদরুল ইসলাম, কবির হোসেন, মো. ইউসুফ আলী, কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।

বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ: নগরের গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক এলাকায় যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করা যাবে না।

ঈদ কেনা কাটায় আগত নাগরিকদের চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে মাঠে কাজ করবে সিসিক, পরিবহন মালিক-শ্রমিক ও মহানগর পুলিশের স্বেচ্ছাসেবক দল। ঈদ উপলক্ষে নগরের আম্বরখানা থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত সড়কে কোন ধরণের যান বাহন স্ট‍্যান্ড বা দাড় করিয়ে যাত্রী উঠা বা নামা করতে পারবে না।

নগরের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকাসমূহে যানজট নিরসনের লক্ষ্যে সড়কে কোন ধরণের যান বাহন পার্কিং করতে পারবে না। নির্দেশনা না মানলে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরের প্রবেশ পথ হুমায়ূন রশিদ চত্বর, কদমতলী পয়েন্ট, চন্ডীপুল পয়েন্ট, আম্বরখানা ও শিবগঞ্জ এলাকার সড়কসমূহে কোন ধরণের যানবাহন দাড় করিয়ে রাখা যাবে না।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিলেট রেলওয়ে স্টেশনের প্রবেশ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন ধারণের যানবাহন পার্কিং করা যাবে না।

নগরের জিন্দাবাজার ও সংলগ্ন এলাকায় ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে রিক্সা চলাচলের নিষেধাজ্ঞার সময় বাড়িয়ে রাত ১২ টা পর্যন্ত করা হয়েছে। এতে সিলেট সিটি কর্পোরেশনের কর্মীদের সাথে বিশেষ সহযোগিতা করবে সিলেট মহানগর পুলিশ।

সিলেট মহানগরের এলাকা সমূহে অনুমোদনহীন ইজি বাইক, টমটম ও সিএনজি অটোরিক্সার চলাচল বন্ধে সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে লাইসেন্সবিহীন যান চলাচল বন্ধে মাঠ পর্যায়ে প্রশাসনের নজরদারি বাড়ানো হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain