অনুসন্ধান নিউজ :: ‘শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী’ এর আয়োজনে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ও ‘শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী’ সংগঠনের সভাপতি রাশেদ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,
শিক্ষার্থী শাহাদত হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.সি.কলেজ সিলেটের সহযোগী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, এবং সংগঠনের উপদেষ্টা মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক সিলেটের পিও নূর আলম রাসেল, সিলেট জেলা ডেকোরের্টাস মালিক সমিতির দপ্তর সম্পাদক খালেদুর রহমান, এডভোকেট মোঃ দিলওয়ার হোসেন (রাসেদ), বিশিষ্ট ব্যবসায়ী তাজেল আহমেদ চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সিলেট সদরের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ , কবি নজরুল মেমোরিয়াল স্কুল সিলেটের চেয়ারম্যান এস, এম, আল, আমিন, ও শহীদ স্যার প্রমুখ । এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে ও কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি