শিরোনাম :
সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা শুরু করল ফয়সল আহমদ সাগর কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা, সিসিক মেয়র ও কাউন্সিলরদের নিন্দা কাউন্সিলর আজাদুর রহমানের বাসায় হামলা : দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮,৯ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যাগে দোয়া মাহফিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক আন্তর্জাতিক নির্যাতন বিরোদী দিবস উপলক্ষে বিএমবিএফ এর আলোচনা সভা সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ সিলেটে বন্যার পানি নামছে ধীরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ছাত্রদলের দোয়া মাহফিল

মুহিতের জানাযা : প্রস্তুত হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সদ্যপ্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাযার নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠ। সিসিকের পক্ষ থেকে শনিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে মাঠে মাটি ফেলে কাজ শুরু করে সিসিক। আগামীকাল রবিবার (১ মে) দরগাহ মসজিদে যোহরের নামাজের পর বেলা ২টায় আলিয়া মাদ্রাসার মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেন সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান। তিনি জানান, গত কয়েকদিনের বৃষ্টির কারণে আলিয়া মাদ্রাসা মাঠে গর্ত ও কাঁদার সৃষ্ঠি হয়। এই মাঠে সিলেটের রূপকার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাযার নামাজ আগামীকাল রবিবার (১ মে) অনুষ্ঠিত হবে বলেই সিসিক মাঠ মেরামতের কাজ শুরু করেছে। ইতোমধ্য মাঠে কয়েক ট্রাক বালু ফেলা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) বিকালে ঢাকা থেকে সড়কপথে সিলেটে আসবে তার লাশ। তার পদচারণায় যে স্থানটি নেতাকর্মীসহ সিলেটের আপামর মানুষের আনাগোনা হতো সেই হাফিজ কমপ্লেক্সে রাখা হবে তার লাশ।

এদিকে, দাফনকে কেন্দ্র করে সিলেট নগরীর রায়নগর এলাকায় ডিপ্টি বাড়ি হিসেবে পরিচিত মুহিতের পৈতৃক নিবাস লাগোয়া পারিবারিক কবরস্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ। সিলেট সিটি করপোরেশনের একদল পরিচ্ছন্ন কর্মী শনিবার দুপুর থেকে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। কবরের স্থানও নির্ধারণ করা হয়েছে। মা সৈয়দা শাহারা বানু চৌধুরী ও বাবা আবদুল হাফিজের কবরের পাশে দাফন করা হবে তাকে। সেই জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ জানান, মুহিত স্যারকে পারিবারিক কবরস্থানেই দাফন করা হবে। ইতিমধ্যে পুরো কবরস্থান পরিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে যেখানে তার কবর খোঁড়া হবে সেই স্থানটিও পরিষ্কার করা হয়েছে। মা-বাবার কবরের পাশেই হবে কবর।

জানা গেছে, রবিবার (১ মে) দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তার লাশ নেওয়া হবে। আগামীকাল দুপুর ২টার দিকে দরগাহ মসজিদে জোহরের নামাজ শেষে জানাজার নামাজের জন্য আলিয়া মাদ্রাসা মাঠে নেওয়া হবে সাবেক অর্থমন্ত্রী মুহিতের লাশ।

সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, ‘আমাদের অভিভাবককে হারিয়ে দিশেহারা হয়ে গেছি। এই ক্ষতি আমাদের আর পূরণ হবে না। সিলেটের উন্নয়ন তথা এই অঞ্চলের মানুষের জন্য তার নিরলস প্রচেষ্টা সবসময় ছিল।’

আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেট নগরীতে জন্মগ্রহণ করেন। ১৪ ভাইবোনের মধ্যে তার অবস্থান ছিল তৃতীয়। পিতা-মাতা দুজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। বাংলাদেশের ইতিহাসে টানা ১০টিসহ মোট ১২টি বাজেট দিয়ে অনন্য রেকর্ড সৃষ্টি করে গেছেন আবুল মাল আবদুল মুহিত। তিনি ভাষাসংগ্রামী ও রেকর্ডধারী অর্থমন্ত্রী ছিলেন। তার মৃত্যুতে শোকে মুহ্যমান সিলেটবাসী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain