অনুসন্ধান নিউজ :: সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা, ভাষাসৈনিক, বরেণ্য লেখক ও গবেষক আবুল মাল আবদুল মুহিতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার (১ মে) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে রাখা প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের কফিনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মোঃ এরশাদ খানের তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখার আহবায়ক মোহাম্মদ জিয়া ও যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ খানের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজার নামাজে অংশ নেন।