শিরোনাম :
লাখো মানুষের অংশগ্রহণে বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এমরান চৌধুরীর পরামর্শে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুআ-প্রার্থনা দেশে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মরদেহ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক হাদির মাগফেরাত কামনায় সিলেটে জামায়াতের দোয়া মাহফিল সিলেটে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ-স্মরণ মহোৎসব পালিত সিটি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ওসমান হাদিকে বাঁচানো গেল না সিলেট সিটি কর্পোরেশনের বস্তিসমুহের সমস্যাগুলো নিয়ে কমিউনিটি কর্মশালা

কেটে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’র শনি

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঘূর্ণিঝড় ‘অশনি’র শনি কেটে যাচ্ছে। এটি বাংলাদেশের সীমানা থেকে আরও দূরে সরে যাচ্ছে। তবে ঘূর্ণিঝড় ‘অশনি’ শক্তি হারিয়ে বাংলাদেশের উপকূলের দিকেই আসতে পারে। লঘুচাপ হিসেবে এটি আগামী ১৪ মে বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশে ভারিবৃষ্টি এবং জলোচ্ছ্বাস হতে পারে।

মঙ্গলবার (১০ মে) সকালে আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

এদিন সকালের বুলেটিন-১২ তে আবহাওয়া অফিস জানিয়েছে, ‘ঘূর্ণিঝড় অশনি আজ সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল গণমাধ্যমকে বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী এটি আগের জায়গা থেকে একটু দূরে অর্থাৎ উত্তরপশ্চিম দিকে চলে গেছে। আপাতত বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম।

তিনি বলেন, আজকে সন্ধ্যার পরে এটি দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তারপর এটি দিক পরিবর্তন করে ওড়িষা ও পশ্চিম দিকে যেতে পারে। যদি এটি টার্ন নেয় তাহলে পরবর্তীতে অশনি বাংলাদেশ বা পূর্ব দিকে আসার সম্ভাবনা আছে। তবে যেহেতু এটি দুর্বল হওয়া শুরু করেছে, সেহেতু এর পরবর্তী গন্তব্য পরে জানা যাবে। এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে তাতে আজ সন্ধ্যার পরে এটি দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain