শান্তিগঞ্জ প্রতিনিধি :: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে।
এ বছর প্রতি মণ ধান ১ হাজার ৪০ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে।
আজ রবিবার (১৫ মে) দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, উপজেলা খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটন চক্রবর্তী, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত প্রমুখ।