শিরোনাম :
মাধবপুরে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর র‌্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক সিলেটে লিডারশিপ ডেভেলপমেন্ট অব টি গার্ডেন এর সভা অনুষ্ঠিত দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুছরত হকের বিদায় সংবর্ধনা সিলেটের ১ কোটি ৭০ হাজার টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাংলাদেশ মানবাধিকার কমিশন এয়ারপোর্ট থানা শাখার র‌্যালি ও আলোচনা বালাগঞ্জ ওসমানী নগর কল্যাণ সমিতি সিলেটের জরুরী সভা অনুষ্ঠিত সিলেট সদরে অভিযান দুই দিনের মধ্যে পাথর মিল সরিয়ে নেওয়ার নির্দেশ শহীদদের রক্তের শপথ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : এড. এমরান চৌধুরী সিলেট সীমান্তে মানবপাচারকারী সহ ভারতীয় নারী আটক

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পূণর্মিলনী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৫ মে, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠী হচ্ছে শ্রমিক। তাদের ঘামে রাষ্ট্রের ভীত মজবুত হলেও, দেশ ও সমাজে তারাই সবচেয়ে বেশী অবহেলিত। এর কারণ একটাই সমাজ ইনসাফ প্রতিষ্ঠিত নয়। আর ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে। এতে শ্রমিক সমাজও তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। পবিত্র মাহে রমজান ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য প্রশিক্ষণের মাস। এ থেকে শিক্ষা নিয়ে সমাজে ধনী-গরীবের সামাজিক বৈষম্য দূরীকরণ ও সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে কাজ করতে হবে। তাহলে কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব।
তিনি শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল্লাহ ও সহ সাধারন সম্পাদক কফিলউদ্দিন আলমগীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর কোষাধ্যক্ষ আবদুল জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল বাছেত মিলন, অফিস সম্পাদক দিলশাদ মিয়া, সহ-ট্রেড সম্পাদক মুহিবুর রহমান শামীম, থানা সভাপতিদের মধ্যে থেকে গোলাফুর রহমান, নজরুল ইসলাম, আবদুল মুবিন, বেলাল আহমদ, শাহ মিজানুর রহমান, থানা সেক্রেটারীদের মধ্যে থেকে আবদুর সাত্তার মুন্না, রাশেদ আহমদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain