অনুসন্ধান নিউজ :: সিলেট জেলার জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় বন্যা কবলিত অসহায় শতাধিক পরিবারের মাঝে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০) মে সকাল ১১টায় বন্যায় কবলিত জৈন্তাপুর উপজেলার খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গনে অসহায় ৫০ জন পরিবারের মাঝে এবং বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলার রাঙ্গাহাটি এলাকায় আরো ৫০জন পবিরারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের মহতি কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে তারা। এভাবে আরো অসহায় মানুষের মাঝে দূর্যোগ মুহুর্তে ত্রাণ সামগ্রী অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আর.ডব্লিউ.ডি.ও সংস্থার নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা, একাউন্টস অফিসার মো. মহসিন রেজা, এইচ.আর.এফ. সংস্থার প্রতিনিধি বাবুল কুমার সিংহ ও জাহিদুল ইসলাম রশীদ। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও মেম্বারগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি