শিরোনাম :
সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা শুরু করল ফয়সল আহমদ সাগর কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা, সিসিক মেয়র ও কাউন্সিলরদের নিন্দা কাউন্সিলর আজাদুর রহমানের বাসায় হামলা : দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮,৯ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যাগে দোয়া মাহফিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক আন্তর্জাতিক নির্যাতন বিরোদী দিবস উপলক্ষে বিএমবিএফ এর আলোচনা সভা সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ সিলেটে বন্যার পানি নামছে ধীরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ছাত্রদলের দোয়া মাহফিল

জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে জেলা বিএনপির ত্রাণ বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ::সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের বিভিন্ন স্থানে বন্যার নামতে শুরু করেছে। কিন্তু মানুষের দুর্ভোগ এখনো কমছেনা। বন্যা পরবর্তী সময়ে অনেকের ঘর বাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। মানুষের ভিটামাটি বন্যায় তলিয়ে গেছে। আসবাবপত্র বিনষ্ট হয়েছে। বন্যার সময় পর্যাপ্ত সরকারী ত্রাণ না থাকায় মানুষ সীমাহিন কষ্ট শিকার করেছে। পানি নামতে শুরু করায় নতুন সঙ্কটে পড়েছেন বন্যা দূর্গতরা। বন্যার শুরু থেকে সিলেটের সব জায়গায় বিএনপির নেতাকর্মী সাধ্যমত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। এখনো সাধ্যমতো তাদের পাশে আছে। বন্যা পরবর্তী সময়ে পূনর্বাসনের জন্য বন্যায় ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সরকারী অনুদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামর্থবানদের এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে দিনভর জৈন্তাপুর উপজেলার ৬টি স্পটে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
জেলা বিএনপির নেতৃবৃন্দ দিনভর জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন, জৈন্তাপুর ইউনিয়ন, চারিকাটা ইউনিয়ন, দরবস্ত ইউনিয়ন, ফতেহপুর ইউনিয়ন ও চিকনাগুল ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, বন্যার পানি নামার সাথে আরো সঙ্কটে পড়েছেন বন্যা কবলিত মানুষ। খাদ্য, নিরাপদ পানির সংকটের পাশাপাশি তারা স্বাস্থ্যঝুকিতে দিনযাপন করছেন। এমন সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে সামর্থ অনুযায়ী সবাইকে থাকতে হবে। তাদের বিপদে বিএনপি ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী, কামরুল হাসান শাহীন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ, সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক আহ্বায়ক এস এম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ, জৈন্তাপুর উপজেলা সাংগঠনিক ইন্তাজ আলী চেয়ারম্যান, উপজেলা সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলু, আব্দুল হক, ফখরুল ইসলাম, কুদরত উল্লাহ ভান্ডারী, হেলাল উদ্দিন, আব্দুস শুকুর, বিএনপি নেতা মাহবুব আলম, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ, হুমায়ুন কবির খান মেম্বার, হাফিজ জালাল উদ্দিন মেম্বার, জেলা যুবদল নেতা আব্দুল্লাহ শফি শাহেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যান, ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিম, বিএনপি নেতা জালাল উদ্দিন মেম্বার, আব্দুল হামিদ, হারুনুর রশীদ সরকার, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, অঞ্জন দাস, আবুল খয়ের, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম সুহেল ও গিয়াস উদ্দিন মামুন যুবদল নেতা নুরুল হক, রুবেল আহমদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain