গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন এর বোগলকান্দি এলাকা থেকে ৫৬ বোতল ভারতীয় মদ সহ এক যুবকে আটক করেছে গোয়াইনঘাট থানা পলিশ। আটক ব্যাক্তি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের
কায়সার আহমেদ এর পুত্র সুমন আহমেদ (২২)। থানা পুলিশ সূত্রে জানাযায় গতকাল দিবাগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ জহিরুল ইসলাম খান, এএসআই নয়ন রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বোগলকান্দি থেকে ভারতীয় ৪৮ বোতল ও অফিসার চয়েস ও ৮ বোতল ভারতীয় ম্যাকডুয়েল সহ মোট ৫৬ বোতল মদ সহ তাকে আটক করা পুলিশ। এ বিষয়ে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মাদকসহ আটক ওই যুবকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।