অনুসন্ধান নিউজ:: সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) রাতে সোবহানীঘাটস্থ কাঁচাবাজার কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আগামী শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন এ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়ার চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আলহাজ্ব আতিকুর রহমান আতিক, মো. সাদ মিয়া, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, আব্দুল বাহার, যুগ্ম সম্পাদক মো. আলোক মিয়া, সুহেল আহমদ সাহেল, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, আব্দুল হাছান কাশেম, মো. শামীম আহমদ, মো. কয়ছর আলী, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান প্রমুখ। উক্ত সভায় অভিষেক অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সকলের উপস্থিতি কামনা করেছেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি