অনুসন্ধান নিউজ :: সিলেটে বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্টি হয় দ্বিতীয় বারের মতো বন্যা এতে কয়েক দিন ধরে পানিবন্দি মানুষজন চরম খাদ্য সংকটে রয়েছে। বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করলেও অনেকের ভাগ্যে জোটেনি একমুঠো চাল। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট রনজিত সরকার। তার নিজস্ব অর্থায়নে জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে বানবাসী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুন) সারাদিন বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, জামালগঞ্জ আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা ওলিদ মিয়া, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ এডভোকেট রুকন মিয়া, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক সুমন দাস, জামালগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা জামাল, সিলেট জেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ, শামীম আলী, আতিকুর রহমান, ননি বর্মন, সামস উদ্দিন, অংশু সামন্ত, রনি চৌধুরী, রনি, নাজির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন মিয়া, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রকি, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আলী আশরাফ রাজন প্রমুখ। বিজ্ঞপ্তি