শিরোনাম :
মানুষের প্রত্যাশাকে ভূলুণ্ঠিত করায় আওয়ামী লীগ ধ্বংস হয়েছে- বদরুজ্জামান সেলিম অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর: খন্দকার মুক্তাদির তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল দিনব্যাপি বর্ণিল আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন সিলেটের দুই মামলা থেকে তারেক রহমানকে খালাস সিলেট ওসমানী হাসপাতালে এই প্রথম হলো যে জটিল অপারেশন সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: তারেক–বাবরসহ সব আসামি খালাস গোলাপগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল বিজিবির অভিযানে ১কোটি ৯০ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ  

বাসবাসি মানুষদের দ্রুত পুনর্বাসন করতে হবে : কাইয়ুম চৌধুরী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলটে দুই সপ্তাহের ব্যবধানে এই ভয়াবহ বন্যায় জেলার বিভন্ন এলাকা থেকে এখন ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। মানুষ যখন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি যাচ্ছে তখন বাড়ি গিয়ে দেখতে নিজেদের ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। কারো কারো ঘর বাড়ির অস্থিত্ব বিনষ্ঠ হয়ে গেছে। এখন তাদের প্রয়োজন দীর্ঘ মেয়াদী খাদ্য সহায়তা ও পুনর্বাসন। তাই এসব বানবাসি মানুষদের দীর্ঘ মেয়াদী খাদ্য সহায়তা দিয়ে তাদেরেক দ্রুত পুনর্বাসন করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।
শনিবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে ও কুয়েত বিএনপির সহযোগিতায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও জালালপুর এবং ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যা দুর্গত মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের উত্তরপূর্বাঞ্চলের মানুষ যখন পানিতে ভাসছে, খাবার পাচ্ছেনা, পানি পাচ্ছেনা, চিকিৎসা পাচ্ছেনা। ঠিক এই সময়েই আওয়ামীলীগ সরকার বানবাসি মানুষদের উপহাস করে সারাদেশে গান বাজনা করে উৎসব করে প্রমাণ করেছে তারা জনগেনর দুঃখের সাথী নয়। কারন আওয়ামীলীগের জনগনের সাথে কোন সম্পর্ক নেই। তারা জোর করে, দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতা দখল করে বসে আছে। তাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের জনগন আজ আওয়ামীলীগের লুটপাটকাণ্ডে অতিষ্ঠ। পদ্মাসেতুর নামে তারা যে লুটপাত করেছে তার করনেই দেশের অর্থনীতি আজ তলানিতে চলে গেছে। দেশের রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। কিছু দিনের মধ্যে দেশের অর্থনীতি ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। তাই এই দুর্ণীতিবাজ সরকারের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, কুয়েত বিএনপি নেতা হাজী শওকত আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, বিএনপি নেতা মনিরুল ইসলাম তুরন, সুহেল ইবনে রাজা, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হাজী পাবেল, বদরুল ইসলাম জয়দু, জিল্লুর রহমান সুয়েব, এম.এ শহিদ পংকি, আব্দুল হাই মাসুক, আলাউদ্দিন আলাই, আব্দুল বাসিত বাচ্চু, শামসুর রহমান সুজা, লুৎফুর আহমদ, আমিনুর রহমান সাজু, নুর মিয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain