গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে প্রবাসী কল্যাণ ও বৈদাশিক কর্মসংস্থান মন্ত্রানালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এমপির দিক নির্দেশনায় গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদ সামসুল আলম এর নিজস্ব ত্রাণ তহবিল থেকে পূর্ব আসামপাড়া সমাজ ও সনাতন ধর্মাবলম্বী সব কয়টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি সামসুল আলম। এ সময় আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রফিক সরকার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহসভাপতি রিয়াজুল ইসলাম খোকন,উপজেলা ছাত্রীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহের আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম সিদ্দিকী দিপু, মহর আলী, সনাতন ধর্মাবলম্বীদের সকলের পক্ষে শুকনো খাবার গ্রহণ করেন শ্রী বাবু লাল প্রমুখ। এ সময় সামসুল আলম বলেন, এই ভয়াবহ বন্যায় আপনারা কেউ নিরাশ হবেন না, আপনাদের পাশে রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই ভয়াবহ বন্যার কারনে যদি কোন পরিবারের খাবারের কোন সমস্যা হয়,তাহলে কোন প্রকার সংকোচ না করে আমাকে বলবেন আমি আপনাদের জন্য খাবার নিয়ে হাজির হবো। এবং আপনাদের কোন সন্তানের লেখাপড়া করাতে যদি কোন প্রকার কষ্ট হয়,তাহলে আমাকে জানাবেন আমি তার লেখাপড়ার সকল খরচ বহন করবো।