বন্যা পরবর্তী এবং ভবিষ্যৎ বন্যা পরিস্থিতিতে করণীয় নিয়ে জাফলংয়ে সভা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বন্যা পরবর্তী পরিস্থিতি এবং ভবিষ্যৎ বন্যা পরিস্থিতিতে করণীয় বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯জুন) বিকেলে জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা, সমন্বয় করে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনসহ ইউনিয়ন ত্রাণ সমন্বয় কমিটির মাধ্যমে ত্রাণ সুষমবন্টন ও রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন ট্যাগ অফিসার আবু কাওসার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুল আলম, বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য ইমরান হোসেন সুমন, বীরমুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, আমির মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামার, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোহরাওয়ার্দী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন। উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান,
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, ইউপি সচিব কামরুল ইসলাম, ইউপি সদস্য জিলানী, আতাউর রহমান আতাই, ইব্রাহিম আলী, আবুল হাসনাত, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, সোলেমান শিকদার,
করিম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিক সরকার, শেরগুল গোসাই, সাইদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ, সেবা ফাউন্ডেশনের নাদিম মাহমুদ, প্রজন্ম জাফলংয়ের সাধারণ সম্পাদক এরশাদ আলী, সংবাদকর্মী নাজিম আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain