অনুসন্ধান নিউজ :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসাবে গত ৫ জুলাই মঙ্গলবার সিলেটের খাদিমনগর ইউনিয়নের হাজীনগর মংলিপার এলাকায় শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ গ্রহণ করেন মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসানা, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক সরকার, জমিয়ত নেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল জলিল চৌধুরী, যুব জমিয়ত সিলেট মহানগর শাখার সভাপতি মুফতী জাকারিয়া মাহমুদ, সাধারণ সম্পাদক রেজাউল হক এলএলবি, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন ইমরান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন, ছাত্রনেতা রেজাউর রহিম উসামা প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
জামেয়া আমিনিয়া মংলিপার মাদরাসা মাঠে ত্রাণ বিতরণ করেন সিলেট মহানগর জমিয়তের নেতৃবৃন্দ।
এছাড়াও সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে জমিয়তের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তি