অনুসন্ধান নিউজ :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গোয়াইনঘাটের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাটের নন্দিরগাও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শাড়ী লুঙ্গী বিতরন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি বশির আহমেদ, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, নন্দিরগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান রাজন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি ছিফত উল্যাহ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, বিএনপি নেতা ছালিক আহমেদ, হেলাল আহমেদ, ইনছান আলী, আব্দুল হক, ইলিয়াস উদ্দিন ও ছাত্রদল নেতা ফখর উদ্দিন প্রমুখ।
ঈদ উপহার বিতরণকালে আব্দুল হাকিম চৌধুরী বলেন, বন্যার শুরু থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সামর্থ অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলাম। বন্যার পানি নেমে গেলেও বন্যার্তদের পাশে রয়েছি। ঈদ আনন্দ ভাগাভাগি করতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার নিয়ে দাঁড়িয়েছি। সামর্থ অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবার দাঁড়ানো উচিত।