অনুসন্ধান নিউজ :: সম্মিলিত সামাজিক ফোরাম, সিলেট এর উদ্যোগে বানভাসি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৬ জুলাই) দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রামের এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সম্মিলিত সামাজিক ফোরামের সভাপতি সৈয়দ মসউদ্ রহমান মতিনের সভাপতিত্বে ও উপস্থিতিতে মানুষের ঘরে ঘরে নৌকা নিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেন ফোরামের সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক ও ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পদকপ্রাপ্ত মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ জিতু মিয়া, ইনসাফ সোসাইটির তথ্য ও গবেষণা সম্পাদক কয়ছর আহমেদ কাওছার, অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ শামিম সাজ্জাদ, স্বদেশ পরিবহন পরিচালক আব্দুর রহিম, মোঃ শাহাদাত ও স্থানীয় যুবক, মুরব্বীয়ান ও স্বেচ্ছাসেবক প্রমুখ।
বিতরণকৃত খাদ্যের মধ্যে ছিল চাল, ডাল, আলু,সয়াবিন তেল, পিয়াজ সহ প্রয়োজনীয় খাবার শতাধিক পরিবারের মধ্যে বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি