গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের উদ্যোগে ৫০টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সম্পতি সিলেটের গোয়াইনঘাট উপজেলা সহ সিলেটের বেশ কয়েকটি উপজেলা জুড়েই দেখা দিয়েছিলো বন্যার তীব্র আকার। বৃহত্তর সিলেটের জনসাধারণকে বন্যার মাঝে বিভিন্ন ভাবে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন সরকারি, বে-সরকারি, রাজনৈতিক, সামাজিক ও বিদেশী অনেক সংস্থার নেতৃবৃন্দ। বিদেশের মাটি পেড়িয়ে বিগত দিনের ন্যায় অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের একটি সেবা সংস্থা। আজ শুক্রবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে আসামপাড়া হাওরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান এর পক্ষে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন এর সার্বিক সহযোগীতায় ৫০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ ইব্রাহিম খাঁন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিক সরকার, ইউপি সদস্য আবুল হাসনাত, যুবলীগ নেতা মোবারক হোসেন সিদ্দিকী, ফরিদ মল্লিক প্রমুখ। এ বিষয়ে মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন বলেন, গেল কয়েক দিন আগে বন্যার ভয়াবহতা দেখে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান নামক একটি সেবা সংস্থার পক্ষ থেকে আপনাদের জন্য এই নগদ অর্থ পাঠানো হয়েছে। এই অর্থ দিয়ে আপনারা ঈদের মধ্যে কিছু ঈদ সামগ্রী ক্রয় করবেন। এবং আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain