শিরোনাম :
আগামী শনিবার নগরের অনেক এলাকায় বিদ্যুৎ থাকবে না সীমান্তে প্রায় অর্ধ কোটি টাকার চোরাচালান আটক বিজিবি নিম্ন আয়ের মানুষের মধ্যে সেইভ বাংলাদেশ মুভমেন্ট ইউএসএ’র শীতবস্ত্র বিতরণ সিলেট ব্যাডমিন্টন একাডেমির নতুন জার্সি উন্মোচন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক স্পোর্টস ও কালচারাল উইক ২০২৫ উদ্বোধন অসুস্থ সাংবাদিক আফতাবের শয্যাপাশে কয়েস লোদী সিলেটে আর্য্যশ্রাবক বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ফসলী জমি, মৎস্য ও পরিবেশ রক্ষার দাবীতে কৃষক এবং মৎস্যজীবিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সার্বিক পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনার ও ডিআইজির সাথে সেলিমের মতবিনিময় সিলেট সদরের ৭ ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন’র কার্যক্রম পরিধি

ঈদুল আজহা উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের শুভেচ্ছা বার্তা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৯ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় সকলকে শুভেচ্ছা জানান ড. মোমেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আত্মত্যাগের আনন্দ। এই দিনে ইব্রাহিম (আ.) আত্মত্যাগের এক মহিমা সৃষ্টি করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য তার আদেশে ইব্রাহিম (আ.) আপন ছেলেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। সেই ঘটনা স্মরণ করে মুসলমান বিশ্ব প্রতি বছর ঈদুল আজহা পালন করে থাকে। ঈদুল আজহার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, আল্লাহর আদেশে মানুষের মঙ্গলের জন্য আত্মোৎসর্গ।

তিনি আরও বলেন, এই বছর আমাদের জন্য বিশেষ সুযোগ এসেছে। এই বছর অনেক লোক বন্যায় দুর্গত, বড় কষ্টে আছে। এই সময়ে আল্লাহর মেহেরবানি, সন্তুষ্টি পাওয়ার জন্য সবাই যদি আত্মোৎসর্গ করেন। মানুষের জন্য উৎসর্গ করেন, তাহলে সেটি আর্শিবাদ হবে। ঈদের দিনে যত ধরণের হিংসা-বিদ্বেষ, ঘৃণা এগুলো দূর করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষের উপকারে কাজে লাগবেন। সে প্রতিজ্ঞা করে সবাই অগ্রসর হবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

এই ঈদের দিনে আমরা সকলে একে অপরকে ভাই হিসেবে, বোন হিসেবে গ্রহণ করবো। মাতা-পিতাকে সম্মান করবো। সন্তানদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবো না। এগুলোর প্রতি আমাদের দৃষ্টি দিলে ঈদের মহিমা এবং ঈদ উদযাপনের যথার্থতা আসবে বলে শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন তিনি।

ঈদ আনন্দের সাথে, উৎসর্গ করার মধ্য দিয়ে উদযাপন করতে হবে। সেই আনন্দ আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। শুভেচ্ছা বার্তা তিনি সকলের মঙ্গল কামনা করেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain