অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসিকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। গনমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সিসিক মেয়র বলেন, এবারও ভিন্ন পরিস্থিতিতে আমাদের পালন করতে হচ্ছে পবিত্র ঈদুল আযহা। করোনা মহামারির কারণে বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক হয়ে উঠতে না উঠতেই, ভয়াল বন্যার কবলে পড়ি আমরা। বন্যার পানি কিছুটা নেমে গেলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময়ের সঙ্গে এখন লড়ছে মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগে যে সকল পরিবার স্বজনহারা হয়েছেন, তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। বন্যায় বিপন্ন ও অসহায় মানুষকে সাধ্যমতো সহায়তা করেছি আমরা। এই ঈদে সবাই সহায়তার হাত আরও প্রসারিত করতে আহবান জানান তিনি।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যারা পশু কোরবানি দেবেন, প্রতিবারের মতো আমার বিশেষ অনুরোধ, নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন। রাস্তাঘাটে যাতে কোরবানির বর্জ্য পড়ে না থাকে, সেদিকে তীক্ষ্ম নজর রাখুন। একইসঙ্গে ঈদের জামাত ও কোরবানির সময় স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমাদের কোরবানি মহান রাব্বুল আলামিন কবুল করবেন, ইনশাআল্লাহ।
ঈদ শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নাজুক। এ বিবেচনায় সতর্কতামূলক অনেক ব্যবস্থা নিতে হচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ ব্যবস্থায় বিরাট ঘাটতি লক্ষ্যণীয়। ত্যাগের কোরবানির মধ্য দিয়ে যেন আমরা জনজীবনের দিকে দায়িত্বশীল দৃষ্টি রাখি। এর মধ্য দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনেও সক্ষম হই। মুসলিম উম্মার ধর্মীয় বৃহত্তম অনুষ্ঠান ঈদুল আযহা পালন করার মধ্য দিয়ে মানবজাতির সকল সংকটের অবসান চাই মহান আল্লাহর কাছে।
করোনা থেকে চির মুক্তি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আল্লাহর কাছে শক্তি ভিক্ষা চাই সবাই। বিশ্বজুড়ে শংকার পরিবেশ কাটিয়ে শান্তি ও স্বস্তিতে বসবাসে তৌফিক দান করবেন মহান আল্লাহ্-বিশ্বাস রাখি। সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা এবং পশু কোরবানির মধ্য দিয়ে আমরা যেন মনের পশুত্বের কোরবানি দেই সেই দোয়া কামনা করি। ঈদ মোবারক।