অনুসন্ধান নিউজ :: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুকন্দপুর রেল স্টেশনের সহকারী মাস্টার সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ৯৫১ নম্বর তেলবাহী ট্রেন বিজয় নগরের মুকুন্দপুর ও হরষপুর এলাকার মাঝামাঝি লাইনচ্যুত হয়। ট্রেনটির পিছনের ৬ নাম্বার বগির সামনের ২টি চাক্কা লাইনের উপর থেকে পরে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি আখাউড়া স্টেশনে আটকা পড়েছে। উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে এই মুহূর্তে তা বলা যাচ্ছে না।