অনুসন্ধান নিউজ:: কোভিড ১৯ প্রতিরোধে ঝুকিঁ নিরুপন যোগাযোগ,জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরনের লক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষদের নিয়ে মতবিনিময় সভা করেছে স্যোসাল এডভানটেইজ কো অপারেটিভ অর্গানাইজেশন (সাকো)।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর হলরুমে পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জুবের হাসান জেবলুর সভাপতিত্বে ও সাকোর এক্সিকিউটিভ ডিরেক্টর শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ।
এসময় বক্তব্য রাখেন জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান, উপজেলা আল ইসলাহ সভাপতি মাও আব্দুশ শহীদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, আব্দুল কাইয়ূম ভূইয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, রতনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ফুলতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুব আলম রওশন, সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সাংবাদিক ফখরুল ইসলাম, আল আমিন আহমদ, মো বেলাল হোসাইন, মো শাহ আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম জলিল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ।