অনুসন্ধান নিউজ :: সিলেটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, ‘সাধারণ মানুষ আমাদের যে অফিসেই যাক, সে যেন অফিসটাকে নিজের অফিস হিসেবে মনে করতে পারে, এটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সরকারি সেবার সাথে সম্পৃক্তদের মধ্য থেকে বাছাইকৃতদের বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করা হয়। তবে শুধু পদকের জন্য নয়, আমরা যে কাজটি করবো সেটি হবে জনকল্যাণের জন্য।’