অনুসন্ধান নিউজ :: সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) সিলেট কর্তৃক শস্য বিন্যাস ভিত্তিক মাঠ পর্যায়ের গবেষণায় সম্পৃক্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
২৭ জুলাই বুধবার দুপুরে নগরীর উপশহরস্থ সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই হলরুমে কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ করেন সগবি, বিএমআরই সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মাহমুদুল ইসলাম নজরুল।
এসময় সিলেটের বিভিন্ন এলাকার মাঠ পর্যায়ের গবেষণার সাথে সম্পৃক্ত ক্ষতিগ্রস্ত ১৫ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ বিতরণ করা হয়।