অনুসন্ধান নিউজ :: দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার সভাপতি কফিল আহমদ চৌধুরীর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সকালে মোগলাবাজার ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হত দরিদ্র লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বারের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা খিজির খান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, আওয়ালীগ নেতা তুহিন আহমদ চৌধুরী, সমাজসেবী আদনান আহমদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সুরমান আলী, নাজির আলী নজই, আকবর আলী, ইউপি সদস্য শামীম আহমদ, মঈনুল হক, মুক্তার আহমদ, যুবলীগ নেতা আল আমিন প্রমুখ ।
উল্লেখ্য ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৬০টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি