শিরোনাম :
সিলেটে লিডারশিপ ডেভেলপমেন্ট অব টি গার্ডেন এর সভা অনুষ্ঠিত দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুছরত হকের বিদায় সংবর্ধনা সিলেটের ১ কোটি ৭০ হাজার টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাংলাদেশ মানবাধিকার কমিশন এয়ারপোর্ট থানা শাখার র‌্যালি ও আলোচনা বালাগঞ্জ ওসমানী নগর কল্যাণ সমিতি সিলেটের জরুরী সভা অনুষ্ঠিত সিলেট সদরে অভিযান দুই দিনের মধ্যে পাথর মিল সরিয়ে নেওয়ার নির্দেশ শহীদদের রক্তের শপথ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : এড. এমরান চৌধুরী সিলেট সীমান্তে মানবপাচারকারী সহ ভারতীয় নারী আটক মানবাধিকার দিবসে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের মানববন্ধন সাংবাদিকদের সাথে সিলেট জেলা জামায়াতের মতবিনিময়

এমসি ছাত্রাবাসে গণধর্ষণ: রাষ্ট্রপক্ষকে যে নির্দেশ দিলেন হাইকোর্ট

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: এমসি ছাত্রাবাসে গণধর্ষণ: রাষ্ট্রপক্ষকে যে নির্দেশ দিলেন হাইকোর্টএমসি ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আসামিরা।

সিলেটের মুরারিচাঁদ কলেজের (এমসি কলেজ) ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে কিনা, তা জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ সোমবার (৮ আগস্ট) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে আগামী ১৪ আগস্ট এ নিয়ে পরবর্তী আদেশের জন্য তারিখ নির্ধারণ করে আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাবরিনা জেরিন ও ব্যারিস্টার এম. আব্দুল কাইয়ুম লিটন।

সাবরিনা জেরিন সংবাদমাধ্যমকে বলেন, যেহেতু সরকারি সিদ্ধান্ত হয়েছে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্থানান্তরের, সেটি বাস্তবায়ন করা হয়েছে কি না তা আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাসকে আগামী ১৪ আগস্টের মধ্যে বিষয়টি জানাতে বলা হয়েছে। ওই দিন এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে।

এর আগে গত ১ আগস্ট মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর চেয়ে হাইকোর্টে রিট করেন নির্যাতনের শিকার তরুণীর স্বামী।

রিটের পক্ষে ওইদিন আইনজীবী এম আব্দুল কাইয়ুম লিটন জানান, ঘটনার প্রায় দুই বছর হয়ে যাচ্ছে কিন্তু আলোচিত এ মামলার বিচারে এখনও সাক্ষ্যগ্রহণ না হওয়ায় আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

কেন আদালত পরিবর্তন করতে চাচ্ছেন এমন প্রশ্নের জবাবে এ আইনজীবী বলেন, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে, চাঞ্চল্যকর মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। সেটা কিন্তু সিদ্ধান্ত নিয়েই সরকার বসে আছে। সেটি আর বাস্তবায়ন করছে না। এ কারণে চাঞ্চল্যকর এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশনা চেয়ে আবেদন করি।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তরুণীকে গণধর্ষণ করে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন।

এ মামলায় আট জনকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইনে একই বছরের ৩ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

গত বছরের ১৭ জনুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী।

অভিযোগ পত্রে আসামিরা হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান ওরফে মাসুম।

এছাড়া এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে দায়রা আদালতে পৃথক চার্জশিট দেওয়া হয়। পরে বাদীপক্ষ হাইকোর্টে আসলে দু’টি মামলা এক আদালতে চলবে বলে আদেশ দেন হাইকোর্ট।

এরপর চলতি বছরের ১১ মে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় অভিযোগ গঠন করে আদেশ দেন আদালত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain