নিউজ ডেস্ক :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানি ও দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মো. আব্দুল্লাহ আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (৮ আগস্ট) সকালে আদালতে তার আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী। আব্দুল্লাহ (এ এইচ আব্দুল্লাহ) সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা।
এর আগে হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানি ও দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার আরও চার আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।