অনুসন্ধান নিউজ :: জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সর্বজন পরিচিতি মরহুম রজব আলী খান নজীবের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) ও মরহুমের পরিবারের উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৮ আগষ্ট) সোমবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্হ জিডিএফ’র কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ।
জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, প্রবিণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিয়ষক কর্মকতা সিন্ধার্থ শংকর রায়, বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সুরাইয়া নাছরিন, মরহুমের বড় ভাই মোঃ রাজিবুল্লাহ জিডিএফ’র নিবার্হী সদস্য এডভোকেট রকিব আলী খান, ডিসএ্যাবন্ড কমিউনিটি এডভান্সর ফাউন্ডেশনের সদস্য বিশু নাথ। জিডিএফ’র ব্যবস্হাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন সমাজসেবী সৈয়দ মাহমুদুর রহমান, শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াছমীন, শিক্ষক সালাম মিয়া, সুপারভাইজার রায়হান খান প্রমুখ।
এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রতিবন্ধী শিক্ষার্থী হাফিজ কয়েছ আহমদ। মিলাদ ও তছবি খতম শেষে মরহুম রজব আলী খান নজীবের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আনিছ। এদিকে মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলার বাইশটিলা এতিমখানা মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থীদের দুপুরের খাবার খাওয়ানো হয়।
আলোচনা সভায় বক্তার বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মরহুম রজব আলী খান নজীব। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্থ সবল মানুষের মত দেশ, সমাজ এবং প্রতিবন্ধী সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। তা ইতিহাস হয়ে থাকবে। তার কর্মকান্ডকে অনুসরণ করে প্রতিবন্ধী ও সামাজিক সংগঠনগুলো কাজ করলে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী উপকৃত হবেন। বক্তারা বলেন, কর্মগুনে আজীবন মানুষের রিদয়ে বেঁচে থাকবেন মরহুম রজব আলী খান নজীব। বক্তারা রজব আলী’র আদর্শ অনুশরন করে প্রতিবন্ধীদের মানব সম্পদে পরিণত করার লক্ষে সবাইকে কাজ করার আহবান জানান।