ফেঞ্চুগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকাডুবি, শিক্ষার্থী নিহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের ফেঞ্চুগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে মোর্শেদ জাহান ফেরদৌসী (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বুড়িকেয়ারি হাওরে এ দুর্ঘটনা ঘটে।

মোর্শেদ জাহান ফেরদৌসী উপজেলার ছত্রিশ গ্রামের সেজুল মিয়ার মেয়ে এবং স্থানীয় ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৯ টায় স্কুলে যাওয়ার জন্য নৌকাযোগে বেশ কয়েকজন শিক্ষার্থী বুড়িকেয়ারি হাওর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ১৭-১৮ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও পানিতে তলিয়ে যায় মোর্শেদ জাহান ফেরদৌসী।

পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জেলেদের মাধ্যমে তার মরদেহ উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain