অনুসন্ধান নিউজ :: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আবৃত্তি অনুষ্ঠানের। শনিবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় সিলেট চৌকিদেখী আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজে আবৃত্তি প্রশিক্ষক বিমল করের পরিচালনায় একক ও দলগত আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর হত্যার কথা তুলে ধরেন সংগীত শিল্পী ও প্রশিক্ষক নৃপেন্দ্র দাশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের ভাষণের কথা তুলে ধরেন মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক ও আবৃত্তি প্রশিক্ষক বিমল কর। বঙ্গবন্ধুর কবিতায় একক ও দলগত আবৃত্তি পরিবেশন করেন হাফসা, শ্রেয়া, প্রাপ্তি, অরিন, প্রভা, রিজা, জান্নাত ও খাদিজা। আবৃত্তি অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন ইউনিক মাল্টিমিডিয়া স্কুল সিলেট ও আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজ সিলেট।